শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

শীতের ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু  

বেরোবি প্রতিনিধি 

শীতের ছুটি শেষে বেরোবিতে ক্লাস শুরু  

শীতকালীন ও বড়দিনের ছুটি শেষে নতুন বছরের প্রথম দিন আজ সোমবার  খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও গবেষণা দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী।

তিনি জানান, আজ সোমবার থেকে বিভাগগুলোর ক্লাস-পরীক্ষা শুরু হবে। গত ১৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা ১৪ দিনের ছুটি শেষে এরই মধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। 

তবে রোববার (৩১ ডিসেম্বর) থেকে যথারীতি প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। জনসংযোগ দপ্তরের ওই কর্মকর্তা আরা বলেন, এর আগে ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং ১৮-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

এদিকে ছুটিতে বাড়িতে যায়নি হলের অধিকাংশ আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও চাকরিপ্রত্যাশী অনেকেই থেকেছেন হলেই। প্রতিবারের মতো ছুটি শেষে শিক্ষার্থীরা বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরলেও এবার তেমন দৃশ্যের দেখা মেলেনি। 

নির্বাচনের সময় হল বন্ধ থাকবে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট বিজন মোহন চাকী বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত আসবে। তবে এখন পর্যন্ত হল বন্ধের সিদ্ধান্ত হয়নি, খোলা রাখার সিদ্ধান্ত রয়েছে।

টিএইচ